সিরাজগঞ্জে ৪ মাস পর কবর থেকে স্কুলছাত্রের মরদেহ উত্তোলন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া গ্রামে মৃত্যুর ৪ মাস ৭ দিন পর কবর থেকে স্কুলছাত্র মাহমুদুল হাসান বাবুর (১৪) মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল দুপুরে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। সে ওই গ্রামের ময়নুল হকের ছেলে। চৌহালী থানার ওসি হারুনর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই স্কুল ছাত্র ২৬ মার্চ বিকালে দুই বন্ধুর সাথে ঘুরতে গিয়ে টাঙ্গাইলের চৌদ্দখাদা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। এ ব্যাপারে নিহতের নানা ইউছুব আলী মন্ডল বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বলা হয়েছে- সড়ক দুর্ঘটনা নয়, তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং গত ২ জুন চারজনের নাম উল্লেখ করে দায়ের করা মামলা চৌহালী থানায় রেকর্ড করা হয়। পরবর্তীতে আদালত কবর থেকে তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এ নির্দেশের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে কবর থেকে দশম শ্রেণির ওই স্কুলছাত্রের মরদেহ উত্তোলন করে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ সময় মেডিকেল অফিসার ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের দাবি, ওই স্কুলছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।