ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটকের ডলার চুরির দায়ে কারাদণ্ড

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটকের ডলার চুরির দায়ে কারাদণ্ড

নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ভ্রমণের সময় রেস্ট হাউস থেকে জাপানি নাগরিকের নগদ অর্থ ও পার্স চুরির অভিযোগে এক শিশুর ৩ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে শিশু আদালত। একইসঙ্গে তার ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় আদালতে অভিযুক্ত উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বিকালে নওগাঁ জেলার শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

মামলাটি পরিচালনা করেন- রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী অ্যাডভোকেট মো. মকবুল হোসেন ও আসামি পক্ষে অ্যাডভোকেট মো. মামুনূর রশিদ। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ভ্রমণের জন্য দুইজন জাপানি নাগরিক রাত্রিযাপন করার জন্য একটি রেস্ট হাউসের কক্ষ ভাড়া নেয়। অতিরিক্ত গরমের কারণে রাত ২টার দিকে জাপানি নাগরিক তাদের ভাড়াকৃত কক্ষের দরজা খোলা রেখে ওয়াসরুমে প্রবেশ করে। পরে ওয়াসরুম থেকে বেরিয়ে এসে দেখেন তাদের নগদ অর্থ ও পার্স নেই। পরদিন সকাল ৮টায় জাপানি নাগরিক তাদের কক্ষের ভেতরে পার্সব্যাগ খোয়া গেলে আশপাশে খুঁজে না পেয়ে বিষয়টি বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করেন। পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে চোরাইমাল উদ্ধারের জন্য পাহাড়পুর এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। এসময় পাহাড়পুরের পাশে মালঞ্চ গ্রাম থেকে বৈদেশিক মুদ্রাসহ ১৫ বছরের এক শিশুকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত