সিরাজগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ডেঙ্গু রোগের প্রভাব বিস্তারের আশংকা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে নারীসহ ১৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এখন আক্রান্তের সংখ্যা ৭৬ জন। এ রোগে ১ যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এ পর্যন্ত ডেঙ্গু রোগে ২৫৫ জন আক্রান্ত হয়েছে। এরই মধ্যে জেলার সরকারি-বেসরকারি হাসপাতালগুলো থেকে ১৭৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে। এ আক্রান্ত ৭৬ জন এখন চিকিৎসাধীন রয়েছে এবং গত মাসের শেষ সপ্তাহের দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলী (২৭) মারা যায়। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, ডেঙ্গু রোগে প্রতিরোধে শহরাঞ্চলের বিভিন্ন স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছে। সেইসাথে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে এবং লিফলেট বিতরণ করা হয়েছে। সিভিল সার্জন রাম পদ রায় বলেন, ঢাকা থেকেই অনেকে এ রোগে আক্রান্ত হয়ে আসছে। এতে এ রোগের প্রভাব বিস্তারের আশংকা রয়েছে। তবে এ ডেঙ্গু রোগ প্রতিরোধে জেলা উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিশেষ মেডিকেল টিম সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজখবর রাখছেন বলে তিনি উল্লেখ করেন।