বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির (বিপিএস) উদ্যোগে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘সুশাসনের জন্য সুশিক্ষা: যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. হারুন রশীদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তফা আবুলউলায়ী।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মানুষের নৈতিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে দর্শন চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধ এবং বিজ্ঞানমনস্ক, উদার, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে দর্শনের শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দার্শনিকরা চিন্তার নানা ধারা তৈরি করে সমস্যা সমাধানের উপায় বাতলে দেন। দর্শন চর্চার মাধ্যমে মানুষের জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটে। এর মাধ্যমে মানুষ বিচার-বিশ্লেষণ করার সক্ষমতা অর্জন করে। দর্শনের শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও মানবকল্যাণের লক্ষ্যে কাজ করার জন্য দার্শনিকদের প্রতি আহ্বান জানান।