ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক ঘটনায় তিন ছিনতাইকরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- পাবনার রাঘপপুর গ্রামের কাওসার (২৫), জীবন (২২) ও শাহজাদপুরের দ্বারিয়ারপুর মহল্লার হৃদয় কুন্ডু (২৩)। শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার বিকালে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় সিএনজির চালক রনির গাড়ি থামিয়ে প্রথমে পুলিশ পরিচয়ে যাত্রীদের তল্লাশি করে দুই ছিনতাইকারী। এ সময় যাত্রীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করে। পরে ওই যাত্রী হানিফ বাঘাবাড়ী সিএনজির শ্রমিকদের ফোন করে এবং শ্রমিকরা একটি কালো রংয়ের মোটরসাইকেলসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তারা নিজেদের পুলিশ পরিচয়ে দেশীয় অস্ত্র নিয়ে সিএনজি ও মোটরসাইকেল গতিরোধ করে এ মহাসড়কে মাঝেমধ্যেই ছিনতাই করে আসছিল। এদিকে ওইদিন সন্ধ্যায় বৃদ্ধা মাধবী রানী ঘোষ হাঁটতে বের হলে, তার কান ছিঁড়ে দুল নিয়ে যায় ছিনতাইকারী হৃদয় কুন্ডু। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত