ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্কুলছাত্র হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

স্কুলছাত্র হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র লিংকন শেখ (১৩)-কে হত্যা মামলায় জোবায়ের রহমান (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। গতকাল রোববার বিকালে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম অভিযুক্ত ওই যুবকের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত রায় ঘোষণার পর পলাতক জোবায়ের রহমানকে গ্রেপ্তারের নিদের্শ দেন পুলিশকে।

এ মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় রাশেদ জামান বাবু, আতর আলী ও সজিব নামে তিনজনকে খালাস প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি হলেন- খোকসা উপজেলার পূর্ব বেতবাড়ীয়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে জোবায়ের রহমান। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩১ জানুয়ারির সন্ধ্যার দিকে চাচাতো ভাই সহিদ শেখের বাড়িতে চার্জে দেওয়া মোবাইল ফোন আনতে গিয়ে নিহত স্কুলছাত্র লিংকন শেখ। তাদের বাড়ি থেকে মোবাইল ফোন আনার পর নিখোঁজ হন ওই স্কুলছাত্র।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত