ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদির দুই অধ্যাপক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঢাবি প্রতিনিধি

সৌদি আরবের কিং খালিদ মিলিটারি একাডেমির অধ্যাপক ড. সালেহ ইবনে মুহাম্মদ আল শাথরি এবং ড. বাদের হুদিবান আলহারবি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের কিং খালিদ মিলিটারি একাডেমির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের এই দুই অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরবি ভাষা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষক প্রেরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।