ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারে হত্যা মামলা

দুইজনের যাবজ্জীবন দুইজনকে খালাস

দুইজনের যাবজ্জীবন দুইজনকে খালাস

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নে শামসুল আলমকে ছুরির আঘাত করে হত্যার করার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের দুইজনকে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে গতকাল রোববার দুপুর ১টায় কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ মোশাররফ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উখিয়া পালংখালী এলাকার জাহাঙ্গীর, শামসুল আলম, যারা খালাস পেয়েছেন কামাল উদ্দিন ও সোনা মিয়া।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথির বরাতে তিনি বলেন, ১৯৯৯ সালের ২৬ এপ্রিল কাবাডি খেলাকে কেন্দ্র করে শামসুল আলমকে ছুরির আঘাত করে হত্যা করা হয়। ঘটনায় নিহতের পিতা সুলতান আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল আদালত এই রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত