আফগানিস্তানের কয়েকটি প্রদেশে ১০ বছরের বেশি বয়সি মেয়ে শিশুদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে তালেবান সরকার। বিষয়টিকে নারী অধিকারের ওপর আরো কঠোর আঘাত বলে দাবি করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি পার্সিয়ানের প্রতিবেদনে বলা হয়, গজনি রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্কুলপ্রধান ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রামের প্রশিক্ষকদের জানিয়ে দিয়েছেন, যেসব মেয়ের বয়স ১০ বছরের উপরে, তারা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতে পারবে না। তাছাড়া তৃতীয় শ্রেণির ঊর্ধ্বে পড়া মেয়েদের বাড়ি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বালিকা বিদ্যালয়ের প্রধানদের। স্কুলপ্রধানদের প্রতি এ অনুরোধ জানিয়েছে দেশটির প্রচার ও নির্দেশনা মন্ত্রণালয়, যা আগে নারীবিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিচিত ছিল। পূর্ব আফগানিস্তানের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বিবিসিকে বলে, আমাদের বলা হয়েছে, যেসব মেয়েরা লম্বা ও যাদের বয়স ১০ বছরের বেশি তাদের স্কুলে প্রবেশের অনুমতি নেই। গত বছরের ডিসেম্বরে তালেবান সরকার নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করে।