ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসার পরামর্শ শিক্ষামন্ত্রীর

আন্দোলন ছেড়ে পড়ার টেবিলে বসার পরামর্শ শিক্ষামন্ত্রীর

আগামী ১৭ আগস্ট থেকেই শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা পেছানোসহ চার দাবিতে আন্দোলন করছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত সোমবার ও মঙ্গলবার তারা শাহবাগে রাস্তা অবরোধ করেন। শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ছোটবেলায় আমরাও পরীক্ষা পেছানোর দাবি জানাতাম, যাতে আরেকটু ভালো প্রস্তুতি নিতে পারি। কিন্তু আসলে এটা অযৌক্তিক। এবার শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করছে তার মধ্যে একটি হলো আইসিটি বিষয়ে পরীক্ষা বাতিল করা। তাদের জন্য এ বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে। ব্যবহারিকে থাকবে ২৫ নম্বর আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে। একটি বিষয় তো সমাধান হয়েই গেল। বাকি ডেঙ্গুর সময়ে পরীক্ষা না নেওয়ার দাবি। ডেঙ্গু নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত