কোস্টগার্ডের অভিযান

সাত লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগর পথে মিয়ানমার হতে পাচার হয়ে আসা বস্তা ভর্তি সাত লাখ ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টর্গাড। গতকাল বুধবার ভোরে টেকনাফ সদর ইউপি মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে কোস্টগার্ড জানতে পারে টেকনাফ সদর ইউপি মেরিন ড্রাইভ সংলগ্ন মিঠা পানির ছড়া ফিশিং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান টেকনাফে প্রবেশ করবে। সংবাদে কোস্টগার্ডের একটি অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।