দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত পর্যালোচনা কর্মশালা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনের অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের কারিগরি সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন সুফল-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এসকেএস ফাউন্ডেশন সারিয়াকান্দি বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত গবেষণা কার্যক্রম লব্ধ ফলাফল পর্যালোচনা কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ধারা অনুযায়ী জাতীয় এবং জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল বিধিমালা ২০২১ সালে প্রকাশিত হয়। যেহেতু বর্তমানে বাংলাদেশে দুর্যোগ-পূর্ববর্তী সময় বিশেষ করে আগাম কার্যক্রম গ্রহণে সুনির্দিষ্ট কোনো অর্থায়ন ব্যবস্থা নেই। এই তহবিলটি দুর্যোগ ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে। যে যে সংস্থাগুলো বানভাসি মানুষদের জন্য কাজ করে তারা সম্মিলিতভাবে কাজ করলে বন্যার্তরা বেশি উপকৃত হবেন। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। দেশের উন্নয়নে তাদের সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে।

এ সময় মুক্ত আলোচনা ও মতামতে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মশিদুল হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান, সহকারী পরিচালক জেলা মৎস্য কার্যালয় মশিউর রহমান, অ্যাডভোকেসি পলিসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মিসেস আতিকা খানসহ কর্মশালায় অংশগ্রহণকারীরা। প্রকল্পের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন রিসার্স অ্যাসোসিয়েট নিরাপদ রাশেদুল হাসান সঞ্চালনায় ও উপস্থাপনায় ছিলেন এসকেএস সুফল প্রকল্পের সহকারী প্রজেক্ট ম্যানেজার সাবাহ শবনম।