ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিন্ডিকেট সভা

জাবির নবনির্মিত ছয়টি হলের নামকরণ

জাবির নবনির্মিত ছয়টি হলের নামকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একজন সিন্ডিকেট সদস্যবিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় নবনির্মিত ৬টি হল ও ১টি স্পোর্টস কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। মেয়েদের তিনটি হল- বেগম রোকেয়া হল, ফজিলাতুন নেছা হল ও বীর প্রতীক তারামন বিবি হল হিসেবে নামকরণ করা হয়েছে। ছেলেদের তিনটি হল শেখ রাসেল হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে। এছাড়াও স্পোর্টিং কমপ্লেক্সের নাম শেখ কামাল স্পোর্টিং কমপ্লেক্স রাখা হয়েছে।’ জাবির নবনির্মিত ৬টি হলের মধ্যে ২টি হল চালু হয়েছে। বাকি ৪টি হলের কাজ শেষ হলেও জনবল সংকটে হল চালু করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া স্পোর্টস কমপ্লেক্সের কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত