রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৭৮২ পিস ইয়াবা, ৭ কেজি ৪০০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৫ গ্রাম ১৯০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম আইস ও ১৫০ মিলি ভোটকা জব্দ করা হয়। মাদক নির্মূলে অনেকদিন ধরেই রাজধানীতে অভিযান চালিয়ে আসছে ঢাকা মহানগর পুলিশ। প্রতিদিনই অনেক কারবারি আইনশৃঙ্খলা বাহিনীটির হাতে গ্রেপ্তার হন। অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৬ জনকে গ্রেপ্তার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।