সাগর পথে আনা ইয়াবার একটি চালান লুটকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত মামলার দুই আসামিকে লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গতকাল ভোরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালি ইউনিয়নের মাদালিয়া পাড়া এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, কক্সবাজার পৌরসভার নুনিয়ার ছড়া এলাকার মো. হোসেনের ছেলে সৈয়দ উল্লাহ (৪২), একই এলাকার মৃত জমির হোসেন ছেলে আব্দুল গফুর (৪০)। এ সময় উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩ হাজার ইয়াবা। র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, গত ১২ আগস্ট শনিবার ভোরে সৈয়দ উল্লাহ তার নিজস্ব ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়ার পানির কূয়া এলাকায় খালাস করে। এ সময় অপর একটি গ্রুপ এসব ইয়াবা লুট করার চেষ্টা চালায়। এতে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে দুদু মিয়া ও মো. রিপন নামের দুইজনকে আহত করা হয়। যে ব্যাপারে পরের দিন ১৩ আগস্ট আহত দুদু মিয়া বাদী হয়ে আসামি সৈয়দ উল্লাহকে প্রধান আসামি এবং তার অপর পাঁচ সহযোগীর নাম উল্লেখ করে আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন। এই মামলার সূত্র ধরে সৈয়দ উল্লাহ ও গফুর আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেপ্তার করে।