ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাটা পাহাড়ের মাটিচাপায় বৃদ্ধের মৃত্যু

কাটা পাহাড়ের মাটিচাপায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম। নিহত মোহাম্মদ আজম (৭৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার বাসিন্দা। স্থানীয়দের বরাতে রফিকুল ইসলাম বলেন, গত সোমবার দিনে ও রাতে কক্সবাজারে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত ছিল। রাতে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায় ঘর নির্মাণের জন্য পাহাড় কাটছিল মোহাম্মদ আজমসহ পরিবারের লোকজন। এতে পাহাড় ধসের ঘটনা ঘটে। গতকাল সকালে পাহাড়ের ধসেপড়া ওই মাটি সরাতে যান মোহাম্মদ আজমসহ স্বজনরা। এ সময় আকস্মিক আবারো পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের বড় একখণ্ড মাটি মোহাম্মদ আজমের গায়ের উপর চাপা পড়ে। পরে স্বজনরা মোহাম্মদ আজমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। গত ৭ আগস্ট পৃথক পাহাড় ধসের ঘটনায় চকরিয়া উপজেলায় দুই ভাই-বোন এবং উখিয়া উপজেলায় রোহিঙ্গা মা-মেয়ের মৃত্যু ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত