ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নীলক্ষেতে সাত কলেজের ছাত্রদের বিক্ষোভ

নীলক্ষেতে সাত কলেজের ছাত্রদের বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নীলক্ষেতে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল থেকে নিউমার্কেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বেলা ১২টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করে। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হলে শিক্ষার্থীরা সাত কলেজের সমন্বয়ক ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের কাছে গেলে দুপুর ১টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেওয়া হয়। শিক্ষার্থীদের দাবি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, মার্কশিটসহ সব ডকুমেন্ট জমা দিয়েছি ঢাবি কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত