ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজিবির অভিযান

টেকনাফে ৫ লাখ ইয়াবা ও ৫ কেজি আইস উদ্ধার

টেকনাফে ৫ লাখ ইয়াবা ও ৫ কেজি আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ইয়াবা ও ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি সদস্যরা। কিন্তু পাচারকারিরা মিয়ানমারে পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার দুপুরে এক বার্তায় টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, নাফ নদী পার হয়ে মাদকের একটি বড় চালান টেকনাফে প্রবেশ করছে এমন সংবাদে গত মঙ্গলবার মধ্যরাতে লেদাস্থ নাফ নদীতে অবস্থান নেয় বিজিবি। এরপর নাফ নদী পার হয়ে একটি নৌকা প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। তবে বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা নাফ নদী লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ছয়টি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভেতর ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৫ লাখ ইয়াবা পাওয়া যায়। এই মাদকের পেছনে কারা জড়িত এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত