হাইওয়ে পুলিশের অভিযান

টেকনাফে ইয়াবাসহ একজন আটক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। এ সময় তার ব্যবহৃত একটি ইজিবাইক (মিনি টমটম) জব্দ করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এই অভিযান চালায়। একই দিন বিকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। হোয়াইক্যং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে হোয়াইক্যং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কে নিয়মিত চেকপোস্টে ডিউটিকালে টেকনাফের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে পুলিশের চেকপোস্ট দেখে একটি টমটম পালানোর চেষ্টা চালায়। ওই সময় গাড়িটি আটক করে তল্লাসি চালায় পুলিশ। এ সময় টমটম চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট পাওয়া উদ্ধার করা হয়। ওই প্যাকেট খুলে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়। এই ঘটনায় টমটমচালক মো. ইউনুস আলীকে (৩৪) আটক করা হয়।