ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় শোক দিবস

চাঁদপুর সরকারি হাসপাতালে ১০টি হুইল চেয়ার প্রদান

চাঁদপুর সরকারি হাসপাতালে ১০টি হুইল চেয়ার প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর পৌরসভার তহবিল থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মাধ্যমে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। চিকিৎসাসেবার প্রয়োজনে পৌরসভার নিজস্ব তহবিল থেকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের রোগীদের সেবার মান আরো উন্নত পরিসরে করার জন্য ১০টি উন্নত হুইল চেয়ার প্রদান হয়। চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে হুইল চেয়ার ছাড়াও প্রায় ২০ লাখ টাকার কাজ অব্যাহত রয়েছে। গত বুধবার রাতে জেএম সেন গুপ্ত রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমানের হাতে হুইল চেয়ারগুলো হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান (জুয়েল), প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, অ্যাডভোকেট হেলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলল, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, ডা. জয়ন্ত মালাকার, ডা. সাকিব, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির সুমন ও যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত