বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

পুলিশের এসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ধর্মীয় পরিচয় গোপন করে বিয়ের প্রলোভনে তরুণীকে (২৩) ধর্ষণের ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিথুন চক্রবর্তীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের ধর্ষিতা ওই তরুণী বাদী হয়ে বগুড়া জেলার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। অভিযোগ ওঠা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিথুন চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করে বগুড়ার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার বয়ড়া পালপাড়া এলাকায়। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ওই তরুণীর স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর আইনি জটিলতা তৈরি হয়। তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি সমাধান করে। এর জেরেই ওইসময় শেরপুর থানায় কর্মরত এসআই মিথুনের সঙ্গে পরিচয় ঘটে তরুণী। এরপর থেকে মিথুন বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় সনাতন ধর্মের হয়েও এসআই মিথুন এই ধর্মীয় পরিচয়ের বিষয়টি গোপন রাখেন। একপর্যায়ে ঘনিষ্ঠতা বাড়লে তারা সাক্ষাৎ করেন ও বিভিন্ন স্থানে ঘুরতে যান। মিথুন তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতিও দেন। গত ৩ জুন তারা সাক্ষাৎ করে মিথুনের মোটরসাইকেলে চড়ে শহরের একটি রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ গল্প করেন। এরপর বিকেলে দাওয়াত খাওয়ার কথা বলে তরুণীকে একটি বাড়িতে নিয়ে যান মিথুন। সেখানে ইচ্ছার বিরুদ্ধে তরুণীর সঙ্গে মিথুন শারীরিক সম্পর্ক করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মিথুনের ধর্মীয় পরিচয় জানতে পারেন ওই তরুণী। এরপরও এসআইকে বিয়ে করতে আগ্রহী হন তিনি। কিন্তু মিথুন তাতে রাজি হননি। এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি আপোষ-রফার চেষ্টা করেন। এভাবে বেশ কিছু সময় পার করা হলেও অবশেষে গতকাল আদালতের দ্বারস্ত হন ওই নারী। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপ-পরিদর্শক (এসআই) মিথুন চক্রবর্তী কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, বিগত ২২ জুলাই ওই তরুণী বাদী হয়ে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এরপর মিথুনকে গত ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি থানায় বদলি করা হয়। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৯ আগস্ট এসআই মিথুনকে সাময়িক বরখাস্ত করে আদমদীঘি থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।