কলেজছাত্র হত্যার রহস্য উদ্ঘাটন করল পিবিআই

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপুর পুরানপাড়া গ্রামের নিখোঁজ কলেজছাত্র মনির হোসেন মনি (১৯) হত্যাকাণ্ডের ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই পুলিশ। এ মামলার দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, ওই উপজেলার পোতাজিয়া গ্রামের আব্দুল কাদের (১৯) ও রূপপুর গ্রামের মাহবুব হাসান রিমন (২০) এবং অপর দুই আসামি পলাতক রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিবিআই পুলিশ সুপার মো. রেজাউল করিম এ সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালের ১০ নভেম্বর নিখোঁজের দুই দিন পর স্থানীয় করতোয়া নদী থেকে কলেজছাত্র মনির হোসেন মনির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ২১ নভেম্বর নিহতের বাবা হারুন অর রশিদ সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। তার ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে উল্লেখ করা হয় এবং থানা পুলিশও মৃত্যুর একই কারণ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে আদালতে বাদী নারাজির আবেদন করলে বিচারক অধিকতর তদন্তের জন্য পিবিআইকে আদেশ দেন। পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় এ মামলায় ওই দুইজনকে ১৩ আগস্ট গ্রেপ্তার করা। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে বলেন, মনির হোসেনের সাথে তাদের চারজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা প্রায়ই একসাথে গাঁজা সেবন করতেন এবং ঘটনার দিন সন্ধ্যায় বন্ধুরা মিলে থানার ঘাট ব্রিজের পাশে নদীর ধারে বসে গাঁজা সেবন করেন। এ সময় মনির হোসেনের কাছে সবাই গাঁজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তাদের মধ্যে ঝগড়া হয়। চারজন মিলে মনিকে মারপিট করতে থাকেন। একপর্যায়ে মনিরকে নিস্তেজ অবস্থায় নৌকায় তুলে করতোয়া নদীতে ফেলে দেয়া হয়।