সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুই যুবক নিহত হয়েছে। তারা হলো, বেলকুচি উপজেলার প্রভাষক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র আবু নাঈম (১৭) ও পাবনার বনপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে হাসান (২৪)। পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ-সলংগা আঞ্চলিক সড়কের পুঠিপাড়া নামক স্থানে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্র্ষ হয়। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে চারজন আহত হয়েছে। নাঈমের বাবা গ্রামের বাড়ি বেলকুচিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে হাসান দীর্ঘদিন ধরে শাহজাপুরে মামার বাড়িতে থাকত এবং গত শুক্রবার বিকালে স্থানীয় পোতাজিয়া-রেশমবাড়ি আঞ্চলিক সড়কের মোড় এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে সে নিহত হয়।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : সিরাজগঞ্জের পৃথক দুটি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের স্বপন মোল্লার ছেলে মাসুদ রানা (৪) ও তাড়াশ উপজেলার পওতা গ্রামের আব্দুর রহিমের ছেলে আহসান হাবীব (৩)। পুলিশ জানায়, শিশু মাসুদকে তার নানার বাড়ি রেখে বাবা-মা ঢাকায় থাকেন। গত শুক্রবার বিকালে বাড়ির আঙিনায় খেলছিল ওই শিশু। এ সময় সবার অজান্তে খালে বন্যার পানিতে ডুবে যায় মাসুদ। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।