ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মাধবপুরে স্বাধীনতা যুদ্ধের সময়কার গ্রেনেড উদ্ধার

মাধবপুরে স্বাধীনতা যুদ্ধের সময়কার গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর পুকুর থেকে সাঁতার কাটতে গিয়ে পায়ে লেগে একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ আজিজুল ইসলামের পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের ৪ যুবক ফুটবল নিয়ে পুকুরে খেলতে নামে। খেলার এক পর্যায়ে ওই গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার (২১) পায়ে শক্ত লাগে, পানির নিচ থেকে সাব্বির ওই গ্রেনেডটি উপরে নিয়ে আসে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে পানিভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। এটি খুবই পুরাতন তবে এটি সক্রিয় কি না বিশেষজ্ঞ ছাড়া বলা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজনের ধারনা এটি স্বাধীনতা যুদ্ধের সময় পুকুরে পড়েছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম খাঁন জানান, উদ্ধার হওয়া গ্রেনেডের বিষয়ে বিস্ফোরক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। তাদের পরামর্শে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে পানিভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। এটি খুবই পুরাতন তবে এটি সক্রিয় কি না বিশেষজ্ঞ ছাড়া বলা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজনের ধারনা এটি স্বাধীনতা যুদ্ধের সময় পুকুরে পড়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত