পুলিশের বিশেষ অভিযান

অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার শহরকে নিরাপদ রাখতে অপরাধ নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইরোধে পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। তার ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পৃথক কয়েকটি টিম নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গত শনিবার মধ্যরাতে কক্সবাজারে সদরের কাছাকাছি এলাকা ভারুয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত ১২ দিনে পুলিশ পাঁচজন ছিনতাইকারী, তিন অস্ত্র ব্যবসায়ী ১৪ জন ডাকাত, তিনজন মানবপাচারকারি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার ও ইয়াবা, মদসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ ছয়টি অস্ত্র ও ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করেন।

গতকাল দুপুরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী বাজারস্থ জনৈক পুতুইন্যা খলিফার গ্রিল ওয়ার্কশপের দোকানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি ৩টি বন্দুক ও ৯৮টি রাইফেলের গুলি। গতকাল দুপুরে কক্সবাজার সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান জানান, বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র ও জবরদখলসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এরইমধ্যে কক্সবাজার শহরের চিহ্নিত ছিনতাইকারি সোহেল ওরফে হাতি সোহেলকে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। পুলিশ কর্মকর্তা রফিক আরো জানান, কক্সবাজার শহরে আটককৃত হাতি সোহেলের কয়েটি গ্রুপ রয়েছে।