ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এলজিআরডি মন্ত্রী

অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন

অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকারের বিষয়ে কোনো ছাড় দেননি। তিনি এ ক্ষেত্রে ছিলেন আপসহীন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৬৬-এর ছয় দফা দাবি এবং ’৬৯-এর গণঅভ্যূত্থান থেকে পর্যায়ক্রমে দেশের স্বাধীনতার প্রশ্নে অটল ও নির্ভীক ছিলেন। হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্রে তিনি (বঙ্গবন্ধু) এক সূত্রে গাঁথতে পেরেছিলেন। তাজুল ইসলাম গতকাল রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের ঢাকাস্থ লাকসামণ্ড মনোহরগঞ্জ শাখা আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজ জীবনের বেশিরভাগ সময় জেলে ও নির্যাতনের মধ্যদিয়ে অতিবাহিত করেছিলেন উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, এত জুলুমণ্ডনির্যাতন সহ্য করেও বাঙালির স্বাধিকার প্রশ্নে তিনি বিন্দুমাত্র ছাড় দেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত