ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইয়াবা পাচার মামলায় এক যুবকের পাঁচ বছরের কারাদণ্ড

ইয়াবা পাচার মামলায় এক যুবকের পাঁচ বছরের কারাদণ্ড

নগরীর বন্দর থানা এলাকায় ইয়াবা উদ্ধারের মামলায় দেলোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ রাজাপুর হাওলাদার বাড়ির আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২১ মে নগরের বন্দর থানার লোহারপুর মোড় এলাকা থেকে মোটরসাইকেলসহ দেলোয়ার হোসেন গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ২০১৭ সালের ২১ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন বন্দর থানার এসআই আলতাফ হোসেন আদালতে অভিযোগ পত্র দেন। ২০১৯ সালের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী বলেন, সাক্ষ্য-প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দেলোয়ার হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত