১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর পাঠানোর পরও যে শোচনীয় পরাজয় হয়েছে তা মেনে নিতে না পেরেই ১৫ আগস্টের মতো ঘটনা ঘটানো হয়েছে। পরাজয়ের পরে হেনরী কিসিঞ্জার ও জিয়াউর রহমানসহ পাকিস্তানি এজেন্টরা মিলে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে বলে জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ১৫ আগস্টের মাস্টারপ্ল্যান করেছিল জিয়াউর রহমান আর ২১ আগস্টের মূল পরিকল্পনাকারী তারেক রহমান।’ গতকাল বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির বলেন, ‘তারেক আবারো দেশকে অস্থির করার পরিকল্পনা করছে। গত পাঁচ দিন আগে ছয় ছাত্রদল নেতা অস্ত্রসহ আটক হয়েছে এটা তারই প্রমাণ। দেশে আর কখনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না।’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহার উদ্দিন নাসিম বলেন, ‘তারেক রহমান বিদেশে বসে এত বড় বড় কথা বলেন পারলে দেশে এসে রাজনীতি করেন।