সিরাজগঞ্জে সরকারি চাল মজুত রাখার দায়ে জরিমানা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজার এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৩ বস্তা সরকারি চাল মজুত রাখার দায়ে মমতা বেগমকে (৫০) ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি স্থানীয় চাল ব্যবসায়ী মিলনের মা। গত বুধবার রাতে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চাল মজুতকারী মিলন মিয়া পালিয়ে যায় এবং মিলনের মা মমতার কাছে থাকা চাবি নিয়ে ঘর খুলে মজুত করা চালের বস্তাগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে জব্দ করা চালের বস্তাগুলো উপজেলা সরকারি খাদ্য গুদামে (এলএসডি) সংরক্ষণের আদেশ দেয়া হয়।