ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৪১ দিন পর কবর থেকে শ্রমিকের লাশ উত্তোলন

৪১ দিন পর কবর থেকে শ্রমিকের লাশ উত্তোলন

সিরাজগঞ্জ সদর উপজেলার ডিগ্রিপাড়া কবরস্থান থেকে দাফনের ৪১ দিন পর তাঁত শ্রমিক আব্দুল মোমিনের (৩৮) মরদেহ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম রাকিবুল হাসানের নেতৃত্বে কবর থেকে এ মরদেহ উত্তোলন করা হয়। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গত ১১ জুলাই শ্রমিক আব্দুল মোমিন নিজ বাড়িতে ঘর তোলার জন্য মাটি কাটছিল। এ নিয়ে বাবা ও দুই বড় ভাইয়ের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আব্দুল মালেক ও আব্দুল মান্নান তাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে। পরে তাকে নিজেদের হেফাজতে লুকিয়ে রাখে। ১৪ জুলাই অবস্থার অবনতি হলে তাকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর পর তার মরদেহ তড়িঘড়ি করে দাফন করা হয়। এ ব্যাপারে তার স্ত্রী ফাতেমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। গত ১৬ জুলাই এ হত্যা মামলা মীমাংসায় সালিশ বৈঠক বসলে বাদী তার স্বামী হত্যার বিচার দাবি করে এবং ১০ আগস্ট তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত এ মামলা এফআইআরসহ কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে তার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজওয়ান ইসলাম ও ডা. শিমুল তালুকদারসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত