সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে গতকাল সকালে এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। শহরের মুক্তির সোপান প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, সুন্দর বাংলাদেশ তৈরি করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ হচ্ছে খাদ্য ও সম্পদের ভান্ডার। বাড়ির আঙিনায় কমপক্ষে তিনটি বৃক্ষ রোপণ করতে হবে এবং সড়কের উভয় পার্শ্বে বৃক্ষরোপণ করে অক্সিজেন তৈরির ক্ষেত্র তৈরি করে দুষণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।