মঈন খানের অনুরোধ

জনগণের প্রতি সম্মান দেখিয়ে ক্ষমতা ছাড়ুন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারের প্রতি অনুরোধ করব, আপনারা জনগণের প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন। এতে লজ্জার কোনো কিছু নেই। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আজকে আমরা যে আন্দোলন করছি, এটা শুধু বিএনপির আন্দোলন নয়। এটা বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সৎ-রাজনীতিতে বিশ্বাসী সে সব মানুষের জন্য আমরা আন্দোলন করছি। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব, সম্পূর্ণ শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। এদিকে, গতকাল রাজধানীর লেকশোর হোটেলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে একসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তত্ত্বাবধায়ক সরকার চাওয়া কোনো ষড়যন্ত্র নয়, এটা জনগণের দাবি। কাজেই জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতা ছেড়ে দিন। আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাংবাদিক নেতা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিএফইউজের মহাসচিব নূরুল আমিন রোকন প্রমুখ।