ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঘোড়াঘাটে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

ঘোড়াঘাটে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়াল তাড়ানোর জন্য পাতানো ফাঁদে বৈদ্যুতিক শকে সালমান ফারসি (২৩) নামে এক যুবক মারা গেছেন। তার ডানে হাতে দুই আঙুলের মাঝে বিদ্যুতের তারে জড়ানোর ক্ষত রয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের গোলাপ মিয়া ছেলে। সে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঘোড়াঘাট সরকারি কলেজে ডিগ্রি প্রথমবর্ষে ভর্তির অপেক্ষমাণ তালিকায় ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছোট। পরিবার ও গ্রামবাসী জানান, গতকাল সকালে নিজ বাড়ির সঙ্গে লাগানো পোলট্রি মুরগির খামারে যান সালমান। এ সময় খামারে বিড়ালের হাত থেকে রক্ষা পেতে খামারের চারপাশে ফাঁদ হিসেবে দিয়ে রাখা বিদ্যুৎ সরবরাহ লাইনে সংস্পর্শে এসে বৈদ্যুতায়িত হয় সে। তখন খামারে সে একাই ছিলেন। কিছু সময় পর তার মা রান্নার চুলায় আগুনের ধরানোর জন্য দিয়াশলাই নিতে খামারে গেলে দেখতে পান খামারের বাইরে একপাশে সালমানের দেহ পড়ে আছে। পরে তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তখন সে জ্ঞানহীন অবস্থায় ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খামারটি ঘুরে দেখা যায়, খামারের ভেতরে অর্ধেক অংশজুড়ে পোলট্রি মুরগির বাচ্চা পালন করা হচ্ছে। পুরো খামারের চারপাশে মাটি থেকে দুই ফুট উঁচুতে বাইরের দিক থেকে মোটা জিআই তার দিয়ে ঘেরা। স্থানীয়রা জানান, ওই জিআই তারের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনের সংযোগ দিয়ে বিড়াল তাড়ানোর ফাঁদ পেতে রাখত নিহত সালমান। বিড়াল মুরগির বাচ্চা শিকার করতে খামারে প্রবেশের চেষ্টা করলেই, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শক খেয়ে পালিয়ে যেত। নিহত সালমানের মা সাহেরা খাতুন কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আমি সকালে গিয়ে দেখি, আমার ছেলে খামারের পাশে পড়ে আছে। বুকে নিয়ে দেখি ছেলে আমার একেবারে নিস্তেজ। বৈদ্যুতিকের শক আমার ছেলেকে কেড়ে নিল। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা জাহান বলেন, সকালে ওই রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে। আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত