সবাই যদি হই একজোট, বাল্যবিয়ে হবে প্রতিরোধ- এ স্লোগান সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার ও সচেতনতামূলক নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফএইচ অ্যাসোসিয়েশন) উখিয়ার হলদিয়া পালং কমিউনিটির আয়োজনে মরিচ্যা পালং ৭১ কনভেনশন হল সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ। এ সময় বক্তব্য দেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন শর্মা রনি, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন এফএইচ অ্যাসোসিয়েশনের কমিউনিটি টিম লিডার ইউছুপ আলী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা। সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। দারিদ্র্যতা, অভাব অনটন কুসংস্কার ও শিক্ষার অভাবে ১৮ বছরের আগেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। এ ধরনের বাল্যবিয়ের কারণে মেয়েদের জীবন বিভীষিকাময় হয়ে অন্ধকার নেমে আসে। এতে করে মাতৃমৃত্যু হার ও শিশুর মৃত্যুর হার বাড়তে থাকে। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন নাট্য থিয়েটারের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনামূলক নাটক ময়নার মা’র স্বপ্ন পরিবেশন করা হয়। এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ জানান, ২০১৭ সাল থেকে জয়েন্টে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রাম কর্মসূচির আওতায় উখিয়া উপজেলার রত্না পালং ও হলদিয়া পালং ইউনিয়নে কম্প্রিহেনসিভ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ট্রান্সফরমেশন প্রোগ্রাম (সিএফসিটি) আওতায় স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও ওয়াশ কর্মসূচিসহ অনগ্রসর এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এফএইচ কাজ করে যাচ্ছেন।