ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চাল আত্মসাৎ

ডিলারসহ দুইজনের বিরুদ্ধে মামলা

ডিলারসহ দুইজনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা মূল্যের প্রায় ৫০০ কার্ডধারীর চাল আত্মসাতের ঘটনায় ডিলার আবু হাসেম ও তার সহকারী আলীমের বিরুদ্ধে মামলা হয়েছে। সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই ইউনিয়নের তালতলা এলাকার ডিলার আবুল হাসেম গত রোববার দুপুরে তার পয়েন্ট থেকে চাল দেয়ার কথা ছিল। সেখানে ৪৯৬ জন কার্ডধারী আসলেও তাদের এখন চাল দেয়া হবে না মর্মে জানিয়ে দেন ওই ডিলারের সহকারী। কার্ডধারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানোর পর তিনি উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়টি অবহিত করেন। উপজেলা প্রশাসনের চাপ প্রয়োগে কয়েকজন র্কাডধারীকে চালের পরিবর্তে টাকা দেয়া হয় এবং অন্যান্যরা খালি হাতে ফিরে যান। এ ব্যাপারে গত সোমবার স্থানীয় পল্লি সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী ও ট্যাগ অফিসার সঞ্জিত কুমার বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে ডিলারের সহকারী আব্দুল আলীম সাংবাদিকদের জানান, চাল বিতরণ কার্ডের তারিখ ভুল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কোনো আত্মসাতের ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত