সিরাজগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কুলছাত্রী মিথিলার (১৫) মৃত্যু হয়েছে।

সে সিরাজগঞ্জ সদর উপজেলা বাহুকা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ডায়রিয়ায় ভুগছিল ওই স্কুল ছাত্রী। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয় এবং অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করলে মিথিলার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সে মারা যায়।

এদিকে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির আলোকিত বাংলাদেশকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৭৮৯ এ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন এবং ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন।