ম্যাটস শিক্ষার্থীদের ‘মোমবাতি প্রজ্বলন’

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারা দেশে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি আন্দোলনের সঙ্গে একাগ্রতা পোষণ করে কক্সবাজারে ‘মোমবাতি প্রজ্বলন’ কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা। গত সোমবার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে কক্সবাজারসহ সারা দেশে সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে আসছে। ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুয়ায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।