ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মিয়ানমারে ৪.৪ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৪.৪ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প হয়েছে মিয়ানমারে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে জানিয়েছে ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। গতকাল বৃহস্পতিবার সামাজিকে যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিএস। বার্তায় বলা হয়েছে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে দেশটির কোন অঞ্চলে ভূমিকম্প হয়েছে- এ সম্পর্কিত কোনো তথ্য দেয়নি এনসিএস। এর আগে গত ২১ আগস্ট মিয়ানমারে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার পক্ষ থেকে ভূমিকম্প সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও এখনো অজানা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত