রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নাটোরে চাঞ্চল্যকর ওসমান গণি হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন ওসমান। এ সময় একই গ্রামের সাইফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওসমানের ওপর হামলা করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ওসমানের হাত পায়ের রগ কেটে দেয়। এলোপাথাড়ি কোপাতে থাকে শরীরের বিভিন্ন স্থানে। পরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরো বলেন, হামলার সময় ওসমানের স্বজনরা এগিয়ে এলে তাদের ভয়ভীতি দেখানো হয়। পরে এ ঘটনায় ওসমানের ভাতিজা কুতুব উদ্দীন বাদী হয়ে নাটোরের লালপুর থানায় মামলা দায়ের করেন। শিহাব করিম বলেন, ওই মামলা পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।