নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক, স্বর্ণ ও টাকাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে সীমান্ত পিলার ২৫৭/৩ আর থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চককাশিপুর গ্রাম (ঈদগাহ মোড়) এলাকায় সালমা ভিলা থেকে তাদের আটক করা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। আটকরা হলেন- ধামইরহাট থানার চককাশিপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ছাবিনা বেগম (৪০), হযরতপুর গ্রামের শাকিল হোসেন (২৩) ও তার স্ত্রী ছালমা খাতুন (১৯), লোদিপুর গ্রামের সাব্বির হোসেন এর স্ত্রী কুলসুম বেগম (১৭) এবং পাথরঘাটা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বিকাল ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার তপন কুমার সরকারের নেতৃত্বে চককাশিপুর গ্রাম (ঈদগাহ মোড়) এলাকায় সালমা ভিলায় অভিযান পরিচালনা করে। এ সময় পালিয়ে যাওয়ার সময় এলাকার মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার চার সহযোগিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হেরোইন, ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ১ ভরি ১৫ আনা পাঁচ রতি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা এবং ভারতীয় ১০০ রুপী উদ্ধার করা হয়।