ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ীসহ তিনজন

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ীসহ তিনজন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে রাজধানীর আসাদগেট, যাত্রাবাড়ী বাস স্ট্যান্ড ও গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে থেকে এক ব্যবসায়ী ও দুই ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। গতকাল রোববার দুপুরে এসব ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিরা হলেন- মো. মাসুদ মিয়া (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৫০) ও অজ্ঞাত পরিচয় (২২) যুবক। মাসুদের সহকর্মী নয়াব আলী জানান, আমার কলিগ শ্যামপুর বিএস ডাইং মিল কোম্পানিতে চাকরি করেন। তিনি কোম্পানির কাজে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বাসের মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা টাকা-পয়সাসহ সব কিছু নিয়ে যায়। তিনি জানান, তাকে অচেতন অবস্থায় যাত্রাবাড়ী বাস টার্মিনালে ফেলে রাখলে আমরা খবর পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে বিকাল পৌনে ৪টার দিকে নিয়ে আসি। ঢামেকে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে তাকে। অন্যদিকে, গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে থেকে অচেতন অবস্থায় এক যুবককে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে পল্টন থানা পুলিশের এএসআই (উপ-পরিদর্শক) পলাশ জানান, আমরা অচেতন ব্যবস্থা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। অচেতন যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তবে তার কত টাকা খোয়া গেছে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি। এছাড়াও দুপুর ২টার দিকে আসাদগেট এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক মেডিকেল ইন্সট্রুমেন্ট ব্যবসায়ীর টাকা-পয়সা খোয়া গেছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পাকস্থলি ওয়াশ করে নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীর ছেলে আরাফাত জানান, আমার বাবার উত্তরায় মেডিকেল ইন্সট্রুমেন্টের ব্যবসা রয়েছে। দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে গাড়িতে একটি পানির বোতল নিয়ে পানি খায়। পরে আসাদগেট এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা খবর পেয়ে বাবাকে দ্রুত ঢামেকে নিয়ে আসি। তিনি জানান, আমাদের বাসা ঢাকার লালবাগ এলাকায়। বাবার কাছে টাকা-পয়সা কত ছিল আমাদের জানা নেই। সুস্থ হলে জানতে পারব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আসাদগেট এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি ঢামেকে এসেছে। তার পাকস্থলি ওয়াশ করে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তবে তার কত টাকা খোয়া গেছে সুস্থ হলে জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত