সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক আমিরুল ইসলাম (৫২) হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই ও তার ছেলে রাকিবুল ইসলাম। গত রোববার দুপুরে জামিন শুনানি শেষে উল্লাপাড়া আমলি আদালতের বিচারক মোছা. নাহিদ রহমান শরিফ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, নিহত আমিরুল ইসলামের সঙ্গে আসামিদের নলকূপের স্কিম স্থাপন নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সালিশি বৈঠক হয়। বৈঠকে স্কিম মালিকদের কিছু টাকা আওয়ামী লীগ নেতা আব্দুল হাইয়ের কাছে জমা রাখা হয়। কিন্তু এ টাকা তিনি স্কিম মালিকদের আর ফেরত দেননি। এ বিষয়টি নিয়ে কৃষক আমিরুল ইসলামসহ এলাকার কিছু মানুষ প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি কৃষক আমিরুলকে হত্যার পরিকল্পনা করেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে কৃষক স্থানীয় একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিল। এ সময় আওয়ামী লীগ নেতা ও তার ছেলেসহ আসামিরা আমিরুলের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি সকালে সে মারা যায়। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে আওয়ামী লীগ নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ওইদিন দুপুরে আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।