হেলিকপ্টারে মা-ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের বাড়িতে আসেন আবদুল করিম মামুন। উপজেলার আবিরপাড়া বিদ্যানিকেতন স্কুল মাঠে দীর্ঘ ১৭ বছর প্রবাসী আব্দুল করিম মামুন দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম হেলিকপ্টারযোগে দেশের বাড়িতে আসছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মা রোকেয়া বেগম ও ছেলে আবদুলাহ আল জাবেদ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন স্কুল মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় এলাকার হাজার হাজার স্থানীয় জনগণ মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন টিটুল, আমির হোসেন, আব্দুল হালিম, শাহজাহান সাজু, রাসেল, পেয়ার হোসেনসহ অনেকে। মামুন জানান, তিনি দক্ষিণ আফ্রিকার একটি শহরে ব্যবসা করেন।