বাগেরহাট শহরে অনুমোদনহীন কারখানায় নোংরা পানি, ক্ষতিকারক রং দিয়ে আইসক্রিম তৈরির দায়ে ফ্যাক্টরি সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একইসঙ্গে এটি বাজারজাত করার অপরাধে কারখানামালিক তাছলিমা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান নাগের বাজার এলাকায় সাইনবোর্ড বিহীন একটি কারখানায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, অনুমোদনহীন কারখানা তৈরি করে মানবদেহের জন্য ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, বিভিন্ন দামি ব্র্যান্ডের প্যাকেটে অস্বাস্থ্যকর এই আইসক্রিম প্যাকেট করে বাজারজাত করার অপরাধে তাকে জরিমানা করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। আইসক্রিম কারখানার কয়েকটি ফ্রিজ থেকে বের করে বিপুল পরিমাণ আইসক্রিম ও পেপসি, গাড়ির চাপায় পিস্ট করে ধ্বংস করা হয়। ভেতরে গিয়ে দেখা যায়, কয়েকটি ফ্রিজ, পানির ট্যাংকি ও বেশকিছু মেশিনারিজসামগ্রী রয়েছে। পানির ট্যাংকি থাকলেও তা ময়লাযুক্ত পানি রয়েছে। এখান থেকেই প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় ভ্যান ও অন্যান্য গাড়িতে করে আইসক্রিম পাঠানো হতো। ওই ঘর থেকে কিছুদূরে জালঘর নামের আরেকটি ঘরে বিপুল পরিমাণ আইসক্রিম থাকলেও, ব্যবসায়ী তাছলিমা বেগম ওই ঘরের তালা খুলতে রাজি হননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তালা ভেঙে সেখানে বিপুল পরিমাণ আইসক্রিম দেখতে পান। সেগুলোও তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করেছে।