‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানে সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার সকালে আলোচনা সভা, চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সাংবাদিক সংসদ কক্সবাজার এর উপদেষ্টা মোহাম্মদ মুজিবুল ইসলাম।
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। একটি গাছ কাটলে চারটি গাছের চারা রোপণ করতে হবে। গাছ আমাদের পরম বন্ধু, গাছের যথাযথ পরিচর্যাও করতে হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেশেও উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে দেখা দিচ্ছে খরা, ঘূর্ণিঝড় ও প্রচণ্ড তাপদাহের মতো প্রাকৃতিক নানা দুর্যোগ। তাই প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে সবাইকে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।’ এতে বিশেষ অতিথি ছিলেন পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতীম পাল। বক্তব্য রাখেন, পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল আমিন, পরেশ কান্তি দে, সাকী ও সুজন দাশ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুস সাত্তার, আমিনুল কবির, আবদুর রশিদ মানিক, মিশু দাশ গুপ্তসহ আরো অনেকেই।