ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কক্সবাজারের জলবায়ুকর্মীদের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

কক্সবাজারের জলবায়ুকর্মীদের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

কক্সবাজারের জলবায়ুকর্মীরা সরকারি পর্যায়ের বিনিয়োগকারী ব্যাংকগুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে কক্সবাজার প্রেসক্লাব সংলগ্ন সড়কে জলবায়ু ধর্মঘটে অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে এমন আহ্বান জানানো হয়। ‘ফান্ড আওয়ার ফিওচার’ এই দাবি রেখে দেশব্যাপী অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার জলবায়ু ধর্মঘট চলছে। জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবি ও জনগণকে সচেতন করতে অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় ও এক্টিভিস্টা নেটওয়ার্ক-এর ৩০টির বেশি তরুণ সংগঠনের সহস্রাধিক তরুণ এ ক্লাইমেট স্ট্রাইকে অংশগ্রহণ করছে। বাংলাদেশের ২৬টি জেলায় এবং ৭টি লোকাল ইয়ুথ হাবে তরুণ এক্টিভিস্টা সেচ্ছাসেবকরাও এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সংহতি প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় অ্যাকশন এইডের যুব প্ল্যাটফর্ম এক্টিভিস্টা কক্সবাজার শাখা শতাধিক তরুণ তরুণী সকালে কক্সবাজার প্রেসক্লাবের সামনে জলবায়ু ধর্মঘট করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত