ঢামেকে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী তারেক আহমেদ বলেন, গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে আব্দুল কুদ্দুস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ভর্তি দেন চিকিৎসক।

চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যান কুদ্দুস। তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন কুদ্দুস। তবে তিনি কি মামলায় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন, সে বিষয়টি বলতে পারছি না। তার কয়েদি নং ৭৭৪২/এ। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কয়েদির মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।