ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৯ জন কারাগারে

সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১৯ জন কারাগারে

সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ১৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শাহজাদপুর আমলী আদালতে ২০ আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং এক আসামিকে জামিন দেন। গতকাল দুপুরের দিকে ওই আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। ওই আদালতের সিএসআই নুরুজ্জামান সরদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আমাদের শাহজাদপুর প্রতিনিধি জানান, ওই উপজেলার পোতাজিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন খান বুড়ি পোতাজিয়া মৌজার সরকারি খাস সম্পত্তিতে গত ১১ সেপ্টেম্বর সীমানা নির্ধারণ করতে যান। এ সম্পত্তিতে বিবাদীদের প্রতি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আসামিরা বে-আইনি অস্ত্রেশস্ত্রে ঘিরে ধরে সরকারি কাজে বাধা প্রদান করে। এতে ভূমি অফিস সহায়ক জামিল হোসেন শারীরিকভাবে জখম হন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, এ মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত