জামালপুরে নৌকাবাইচ দেখতে নারী-পুরুষের ঢল
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটে।
গতকাল উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া ব্রিজপাড় সংলগ্ন ঝিনাই নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব শেষ হয়। এ পর্বে বাংলার সম্রাট, রকেট এবং একতা নামে তিনটি নৌকা অংশ নেয়। আয়োজক কমিটি সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও উপজেলার চরবালিয়া যুব সমাজ ও বলারদিয়ার যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার প্রথম দিন ১১টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে বাছাই করে তিনটি নৌকাকে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়। আজকের এই পর্ব শেষে চ্যাম্পিয়নদের জন্য মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীদের জন্য একটি ষাঁড় গরু এবং তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন একটি এলএডি টিভি। খেলাটি দেখতে সকাল থেকে বহু দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের নারী পুরুষের সমাগম ঘটে। আয়োজক কমিটির সদস্য ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার ঐতিহ্য। এ খেলা একসময় গ্রামের আনাচে-কানাচেতে অনুষ্ঠিত হলেও এখন আর দেখা যায় না। তবে আমরা চিন্তা করেছি, এই ঝিনাই নদীতে প্রতি বছরই এ খেলার আয়োজন করা হবে; যাতে বছরের একটা দিন অন্তত এই অঞ্চলের মানুষ আনন্দ উপভোগ করতে পারে।