হিলিতে ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
হিলি স্থলবন্দরে আমদানিকৃত খৈল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস। মাদক পরিবহনের দায়ে ওই ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রেখেছে কাস্টমস।
গত শনিবার রাত সাড়ে ৯টার
হিলি স্থলবন্দরের অভ্যন্তরে খৈল বোঝাই ট্রাক থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায় জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার দেয়া তথ্যে জানা যায়, আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে মাদকদ্রব্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে খৈল বোঝাই ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকের চালকের কেবিনের
থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল ২২৩ বোতল, ফেয়ারডিল ৯৬ বোতল, নেশাজাতীয় এ্যাম্পল ৩ হাজার ৮০০ পিস।